স্পোর্টস ডেস্ক: আগামী মাসে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশ ক্রিকেট দলের। শুধু তাই নয়, এই সফরে করাচিতে বাংলাদেশকে একটি দিবা রাত্রির টেস্ট খেলার প্রস্তাবও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদন থেকে জানা যায় এমনটা। তবে পাকিস্তান প্রস্তাব দিলেও সফরটি নিয়ে এখনও সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান কয়েকদিন আগে জানান, নিরাপত্তা দলের রিপোর্টের ওপর ভিত্তি করে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
আকরাম খান বলেন, আমরা পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো নিরাপত্তা রিপোর্ট পাওয়ার পর। আমরা যদি সবুজ সংকেত না পাই তাহলে পিসিবি’র সঙ্গে কথা বলে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি আয়োজন করার ব্যপারে কথা বলে দেখবো।
প্রসঙ্গত, গত নভেম্বরে ভারতের মাটিতে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলে বাংলাদেশ। উপমহাদেশের মাটিতে এটাই ছিল একমাত্র দিবা রাত্রির টেস্ট ম্যাচ। পাকিস্তান অবশ্য এরই মধ্যে চারটি দিবা রাত্রির টেস্ট খেলেছে দেশের বাইরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।