
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সামুদ্রিক সম্পর্ক উন্নয়নে চার দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। খবর ইউএনবি’র।
সফরকালে তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, অন্যান্য বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে।
অ্যাডমিরাল করমবীর খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং চট্টগ্রাম ও খুলনার বিএন নৌঘাঁটি পরিদর্শন ছাড়াও বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) ক্যাডেটদের উদ্দেশে ভাষণ দেবেন।
সেই সাথে ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইএমআরএডি) প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
বাংলাদেশ নৌবাহিনী ভারত মহাসাগরীয় নেভাল সিম্পোজিয়ামের (আইওএনএস) সক্রিয় সদস্য।
ভারতীয় নৌবাহিনী নিয়মিতভাবে বাংলাদেশ নৌবাহিনীর সাথে কর্মী আলোচনা, বার্ষিক প্রতিরক্ষা সংলাপ ও অন্যান্য পারস্পারিক কাজের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। যার মধ্যে রয়েছে বন্দর পরিদর্শন, প্যাসেজ এক্সারসাইজ, প্রশিক্ষণ, জাহাজের নকশাকরণ ও জাহাজ নির্মাণ সহযোগিতা।
এছাড়া, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ স্মরণে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত অংশগ্রহণ করে থাকে বলে জানায় পিআইবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।