প্রতীক মুস্তাফিজ : বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবে বন্ধুরাষ্ট্র থাইল্যান্ড। দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি উন্নত মানের হাসপাতাল নির্মাণের সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত এ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের আগে থাইল্যান্ডের মেডিকেল সেক্টরের বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করবেন। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হচ্ছে। থাইল্যান্ড যৌথ উদ্যোগে বাংলাদেশে উন্নত মানের হাসপাতাল নির্মাণ করলে বাংলাদেশ সরকার সহায়তা করবে। এ বিষয়ে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসানানাওসিত বাংলাদেশকে আশ্বস্থ করেছে। তিনি মনে করেন, এতে উভয় দেশ উপকৃত হবে। থাইল্যান্ডের মেডিকেল সেক্টরের বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করলে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এক্ষেত্রে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এ প্রসঙ্গে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি অনুষ্ঠানে বলেন,‘বাংলাদেশে এখন চমত্কার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে।’
জানা গেছে, বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের বাণিজ্য ব্যবধান কমাতে পণ্য রফতানির ক্ষেত্রে ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা প্রয়োজন। আরো ৩৬টি পণ্য থাইল্যান্ডে রফতানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধা দেয়া হলে উভয় দেশের বাণিজ্য বাড়বে এবং বাণিজ্য ব্যবধান কমে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।