
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের হার মেনে নেয়া গেলেও শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এমন পরাজয় মেনে নেয়া কষ্টের। জয়ের সুযোগ থাকলেও জয় আদায় করতে ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহরা।
বাংলাদেশের পরাজয়ে হতাশ সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তিনি মনে করেন, ইংল্যান্ডের ম্যাচ ছাড়া বাকি দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুযোগ ছিলো।
বাংলাদেশের পরাজয়ের পিছনে যেটির সবচেয়ে বেশি অবদান, সেটি হলো বাজে ফিল্ডিং। বাংলাদেশ চলমান বিশ্বকাপে বাছাই পর্বের তিন ম্যাচ ও সুপার টুয়েলেভের তিনটি ম্যাচ খেলেছে। এই ৬ ম্যাচে ১২টি ক্যাচ মিস করেছেন লিটন, আফিফরা।
টাইগারদের এমন পারফরম্যান্সে ফিল্ডিং কোচ রায়ান কুককে নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ফিল্ডিং কোচ নিয়ে প্রশ্ন তুলেছেন টাইগারদের সাবেক কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।
রায়ান কুকের প্রসঙ্গে দেশের সফলতম অধিনায়ক বলেন, ‘বিদেশি ফিল্ডিং কোচকে এত টাকা দিয়ে না রেখে বাংলাদেশের একজন কোচ রেখে দিলে একই কাজ হবে। তো আমি কেন এত টাকা নষ্ট করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


