জুমবাংলা ডেস্ক: ইউরোপের সবচেয়ে বড় ব্যাংক জার্মানভিত্তিক ডয়চে ব্যাংক। ইউরোপ ছাড়াও আমেরিকা ও এশিয়ার অন্তত ৫৮টি দেশে রয়েছে তাদের কার্যক্রম। এবার বাংলাদেশেও প্রতিনিধি অফিস খুলছে ডয়চে। এর মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের ব্যবসা সম্প্রসারিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়। এদিকে ডয়চে ব্যাংকের প্রতিনিধি অফিস চালুর সিদ্ধান্তকে দেশের ব্যাংক খাতের জন্য ইতিবাচক বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডয়চে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ট্রেড ফাইন্যান্স দ্রুতবর্ধনশীল। ডয়চে ব্যাংক গ্রাহকদের চাহিদার ভিত্তিতে এ ট্রেড ফাইন্যান্সে সহায়তা করতে চায়। বাংলাদেশে ব্যাংকটির ব্যবসায় নেতৃত্ব দেয়ার জন্য সৈয়দ নওশাদ জামানকে নিয়োগ দেয়া হয়েছে, যিনি এর আগে বহুজাতিক কমার্স ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি অফিসের উপপ্রধান ছিলেন।
ডয়চে ব্যাংকের এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার ভন জুর মুহেলেন বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমরা ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রেখেছি। এশিয়া প্যাসিফিকে ডয়চে ব্যাংকের ১৫০তম বার্ষিকীতে বাংলাদেশের প্রতিনিধি অফিস চালু করা হচ্ছে। এটি হবে এ অঞ্চলে আমাদের ১৫তম বাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।