আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশের উপর হাতবোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলছেন, বাংলাদেশে আইএস এর কোনো ‘অস্তিত্ব নেই’। কোনো ঘটনার পর আইএসের দায় স্বীকারের দাবি কোত্থেকে কীভাবে আসে, সে বিষটিও তার ‘জানা নেই’।
রবিবার সচিবালয়ে নিজ কক্ষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। এ সময় তিনি বলেন, এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। সরকার জঙ্গি দমনে শতভাগ সফলতার পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, ‘এখন এমন হয়েছে- গাড়ির চাকা ফাঁটলেও বলে আইএস করেছে। আবার ককটেল বিস্ফোরণ হলেও বলে আইএস করেছে। কারা যে এগুলো ছড়ায় আমার বুঝে আসে না।’
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও সামাজিক গুজব ছড়ানো হচ্ছে। আমি চাই সামাজিক যোগাযোগমাধ্যমেই এর সমাধান হোক।
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে এখন জঙ্গি সংগঠনগুলো অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। তবে তারা একেবারে শেষ হয়ে গেছে, এটা সঠিক নয়। নিজেদের অবস্থান জানান দেয়ার জন্য তারা ছোট ছোট হামলার ঘটনা ঘটায়। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে।’