অক্টোবরে অস্ট্রেলিয়া দলের না আসার কথাটি আগেই জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশন্স কমিটির চেয়ারম্যান পিটার রোচ সিরিজ হওয়ার কথা নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার গণমাধ্যমে পিটার রোচ বলেন , ‘আগামী বছর আমরা বাংলাদেশ সফরে যাচ্ছি। দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি জুন মাসে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করছি এটাই সঠিক সময় সিরিজ মাঠে গড়ানোর। আশা করছি দারুণ লড়াই হবে।’
আসছে নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে সাকিব-মুশফিকরা।
৩ নভেম্বর থেকে শুরু হয়ে সিরিজ শেষ হবে ২২ নভেম্বর টেস্টের মধ্য দিয়ে। আফগানিস্তানের অক্টোবরে আসার কথা থাকলেও তারা সেপ্টেম্বরে এসে খেলে গেছে। এক টেস্ট ও দুই টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল আইসিসির এফটিপিতে। এ ছাড়া ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল সাকিবদের। কিন্তু বিশ্বকাপের পরেই এই সিরিজ খেলতে যায় বাংলাদেশ।
তাই নভেম্বরে ভারত সফর ছাড়া আর কোনো খেলা নেই। পরে ডিসেম্বর থেকে বিপিএল হওয়ার কথা রয়েছে। ভারত থেকে দেশে ফিরেই টাইগাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলের সপ্তম আসরের খেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।