জুমবাংলা ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রশিল্পী সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি বাতিলের কারণ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ’ভারতের ১০ শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওন একজন ছিলেন। কিন্তু তিনি তার সানি লিওন নামটি ব্যবহার না করে অন্য নামে ও মার্কিন নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেছিলেন। পরিচয় গোপন করার কারণেই তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে।’
শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এর আগে ২ মার্চ ‘সোলজার’ চলচ্চিত্রে অংশ নিতে ভারতীয় ১০ অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং এক মার্কিন অভিনেত্রীকে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসা ও কাজের অনুমতি দেওয়া হয়। ওই তালিকায় থাকা মার্কিন অভিনেত্রী হলেন করণজিৎ কাউর ওয়েভার। তিনি সানি লিওন নামেই পরিচিত।
এর আগে ২০১৫ সালে একটি অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। ওই সময় ধর্মীয় সংগঠনগুলো প্রবল আপত্তি তোলে। বিক্ষোভও হয়। অবশেষে আয়োজক কর্তৃপক্ষ সানি লিওনের সফর বাতিলের ঘোষণা দেয়।
শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় নিয়ে আইএমএফ, বিশ্বব্যাংকসহ সবাই প্রশংসা করায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের জিডিপি এবং মাথাপিছু আয় যে ভারতকে ছাড়িয়ে গেছে, তা আইএমএফের রিপোর্টে উঠে এসেছে। এসব মির্জা ফখরুল সাহেবরা মেনে নিতে পারছেন না। তারা চান, দেশের মানুষ দরিদ্র থাকুক। এ জন্য তারা আজগুবি তথ্য উপস্থাপন করেন। তারা চান না দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ূক। এটা তাদের ভালো লাগছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।