জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ মহামারি আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে হাসপাতালগুলোতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।বর্তমানে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।
সোমবার (২২ জুলাই)জাতিসংঘের আবাসিক কার্যালয়ের (ইউএনআরসি) এক কর্মকর্তা জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো কয়েকদিন ধরে অসুস্থ। তার জ্বর হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তার ডেঙ্গু হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, চিকিৎসকের পরামর্শে মিয়া সেপ্পো এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন। তিনি অফিস করছেন না। তার সুস্থ হতে কতদিন লাগবে তা জানাতে পারেননি চিকিৎসক।
এদিকে আজ সকালেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে হবিগঞ্জে সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা (৫৩) মারা গেছেন। চাকরিতে যোগদানের মাত্র ১৩ দিনের মাথায় তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।