বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে যা বললেন খোদ শাহরুখ খান
বিনোদন ডেস্ক: বাংলাদেশে শাহরুখের সিনেমা পাঠান মুক্তি দেওয়া নিয়ে চলছিল নানা আলাপ। কেউ কেউ বেঁকে বসেছেন, কেউ আবার পাঠান মুক্তি দিতে সাগ্রহে বসে আছেন।
এবার সেই জটিলতা কেটে গেছে বলেই শোনা যায়। সরকারের পক্ষ থেকেও নানা আলোচনার পর বাংলাদেশের সিনেমাহলে পাঠান মুক্তি দেওয়ার সবুজ সংকেতও নাকি মিলেছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে পাঠান।
আর বাংলাদেশে পাঠান মুক্তি পাচ্ছে সে বিষয়ে খোদ শাহরুখও অবগত আছেন। সম্প্রতি টুইটে এক বাংলাদেশির করা প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বলিউড বাদশাহ।
আবিদ শাহরিয়ার নামে বাংলাদেশি শাহরুখকে প্রশ্ন করেছেন, ‘আপনাকে বাংলাদেশের মানুষরা কি পরিমাণ ভালোবাসে, সে বিষয়ে আপনার কোন ধারণা-ই নেই। বিশেষ করে আমি আপনাকে অন্ধের মত ভালোবাসি। আপনাকে আমরা কবে বাংলাদেশে দেখতে পাব?’ সেই প্রশ্নের উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আমি জেনেছি, সেখানে (বাংলাদেশে) খুব শিগগিরই ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে।’
I have been told #Pathaan will release there soon https://t.co/N7g75ewdl4
— Shah Rukh Khan (@iamsrk) February 20, 2023
আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। এরপর চলচ্চিত্রের ১৯ সংগঠন দেশে হিন্দি সিনেমা মুক্তির পক্ষে সম্মতি দিয়েছে বলে জানা যায়। আর সেই সম্মতির ভিত্তিতেই শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আমদানির দুয়ার উন্মোচিত হতে চলেছে।
এদিকে ‘পাঠান’ মুক্তির বিষয়ে সব প্রস্ততি নিয়ে রেখেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার, পরিচালক অনন্য মামুন। তিনি জানিয়েছেন, অনুমোদন পেলে আগামী ২৪ তারিখেই সিনেমাটি মুক্তি দিতে চাই।
ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল নিয়ে মুখ খুললেন জনপ্রিয় নায়িকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।