নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশে প্রতি ১০০ জন মানুষের মধ্যে এখনও অতি দারিদ্র্যে জীবন যাপন করছে ২০ জন। এ হার শিগগিরই কমিয়ে আনতে আমরা খেয়াল রাখবো।
আজ সোমবার (০৭ অক্টোবর) রাজধানীর এক হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেমবন। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের দারিদ্য নিয়ে একটি সাম্প্রতিক প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ মারিয়া ইউজিনিয়া জিননি।
অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে বর্তমান দারিদ্রতার হার ১০ শতাংশ। তবে এর মধ্যে অতি দারিদ্যের হার এখনও ১৯ থেকে ২০ শতাংশ।
তিনি বলেন, সরকার চলতি বছর সামাজিক সুরক্ষা নেট কর্মসুচির আওতা বৃদ্ধি করেছে এবং এতে নির্দিষ্ট গ্রুপ ও শ্রেণীর মানুষদের লক্ষ্য করা হয়েছে। যাতে তারা দারিদ্র্য থেকে বের হয়ে আসতে পারে।
একজন ব্যাক্তিরে দারিদ্র্য থেকে বেরিয়ে এসে আবারও ফিরে যাওয়ার কোন কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সকলের উচিত শ্রমের মাধ্যমে নিজের অবস্থার পরিবর্তন করা। দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে, যে কোনো মানুষ শ্রম দিলে জীবনটাকে উপভোগ করতে পারবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.