জুমবাংলা ডেস্ক: ডেঙ্গুর কারণে বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ব্রিটেন। আজ শনিবার (৩ আগস্ট) ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে এ সতর্ক বার্তা জানানো হয়েছে।
সতর্ক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশে সারাবছরই ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ দেখা দেয়। এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভ্রমণের সময় মশার কামড় এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দেয়া হলো।’
এ কারণে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা দেয়া তাদের নিয়মিত কাজের অংশ। ব্রিটিশ ফরেন অফিস থেকে বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সবসময় ভ্রমণ সংক্রান্ত উপদেশ দেয়া হয়ে থাকে। প্রতিবছর যুক্তরাজ্যের দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন।