বাংলাদেশে সফর নিয়ে এই সপ্তাহে সিদ্ধান্ত নেবে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়ন ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। পাকিস্তানের পর চলতি মাসেই ভারতের বিপক্ষে সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও রয়েছে গুরুত্বপূর্ণ সিরিজ। তবে, নিরাপত্তা শঙ্কা থাকায় অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর।

দক্ষিণ আফ্রিকা

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ এরইমধ্যে সরে গেছে আরব আমিরাতে। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়ে চিন্তিত দেশটির ক্রিকেট বোর্ড।

এই বিষয়ে গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা প্রতিবেদনের ওপর নির্ভর করছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। যার মানে সিরিজের বিষয়ে এখনও পর্যন্ত ইতিবাচক দুই বোর্ড। জানা গেছে, চলতি সপ্তাহেই সেই প্রতিবেদন হাতে পাবে বোর্ড। এরপরই এই বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সিএসএ জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার তথ্য রয়েছে তাদের কাছে। আর সবকিছু ঠিক থাকলে সফর করার বিষয়ে আশাবাদী তারা। তবে, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে কোনো ঝুঁকি চিহ্নিত হলে সফরে না যাওয়ার বার্তাও দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। এখন সবকিছু নির্ভর করছে নিরাপত্তা প্রতিবেদনের ওপর।

যে কারণে অনিশ্চিয়তায় বাংলাদেশের পরবর্তী সিরিজ

বাংলাদেশ সফরটা দক্ষিণ আফিক্রার জন্যও বেশ গুরুত্বপূণ। কেননা টেস্ট চ্যাম্পিয়ন চক্রে এখনও ছয়টি ম্যাচ বাকি আছে প্রোটিয়াদের। বর্তমানে পয়েন্ট টেবিলের সাতে থাকলেও শীর্ষ দুইয়ে থেকে শেষ করতে মরিয়া তারা। সেই হিসেবে বাকি ছয় ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততে হবে তাদের।