অর্থনীতি ডেস্ক : এক মাসেরও কম সময়ে আবারও বাড়ছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে প্রতিগ্রাম স্বর্ণের দাম বাড়ছে ১০০ টাকা। অর্থাৎ ভরিপ্রতি স্বর্ণের মূল্য বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা। বুধবার (১৮ ডিসেম্বর) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে।
বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টাকার বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের মূল্য বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৪ নভেম্বর স্বর্ণের মূল্য বাড়িয়েছিল বাজুস। এছাড়া, গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় স্বর্ণের মূল্য বাড়ানো হয়।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য হবে ৫৯ হাজার ১৯৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতিভরি ৫৬ হাজার ৮৬২ এবং ১৮ ক্যারেটের প্রতিভরি ৫১ হাজার ৮৪৬ টাকায় বিক্রি হবে। এই তিন মানের স্বর্ণের মূল্যই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো। আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের মূল্য ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতিভরি রুপা বিক্রি হবে আগের মূল্যেই (৯৩৩ টাকা)।
বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ৫৮ হাজার ২৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতিভরি ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের প্রতিভরি ৫০ হাজার ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতিতে স্বর্ণের মূল্য ২৯ হাজার ১৬০ টাকা।।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।