বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক সংকট সমাধানে ২৯ জুলাই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে শুল্ক হ্রাসের বিষয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশের ব্যবসায়ী ও আমদানি-রফতানির সঙ্গে জড়িত সবার নজর এখন এই বৈঠকের দিকে। বৈঠক সফল হলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও অন্যান্য রফতানি খাত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার নতুন সুযোগ পাবে। অন্যথায়, বড় ধরনের আর্থিক ও সামাজিক ধাক্কা লাগতে পারে দেশের অর্থনীতিতে। তবে যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮-২০ শতাংশ করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
আগামী ১লা আগস্ট থেকে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা। এটি কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বংলাদেশশের জিডিপি প্রবৃদ্ধিতে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের জুলাই সংস্করণে এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।