স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের ৩১তম ও নিজেদের সপ্তম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২, বিটিভি ও গাজী টেলিভিশন। এ ছাড়া অনলাইনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে র্যাবিটহোল বিডি অ্যাপস।
র্যাংকিং, শক্তিমত্তা, অভিজ্ঞতা কিংবা পরিসংখ্যান বিচারে এগিয়ে আছে বাংলাদেশই। তাছাড়া বিশ্বকাপের পয়েন্ট টেবিল বলছে, বাংলাদেশের চেয়ে অনেক ম্লান পারফরম্যান্স গুলবাদিন নাইবের নেতৃত্বাধীন দলের। টাইগারদের সেমিফাইনালের সুযোগ এখনো রয়েছে, তবে নিশ্চিত হয়েছে আফগানিস্তানের বাদ পড়া।
আসরে নিজেদের প্রথম চার ম্যাচে ৫০ ওভারই খেলতে পারেনি আফগানিস্তান। তবে পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে স্বরূপে ফেরার আভাস দেন তারা। আর ষষ্ঠ ম্যাচে ভারতকে কাঁপিয়ে দেন আফগানরা। ভারতের বিপক্ষে খেলা সেই পিচেই বাংলাদেশকে মোকাবেলা করবে আফগানিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।