স্পোর্টস ডেস্ক : চলতি আগস্ট মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আফগানিস্তান জাতীয় দলের। ঢাকা সফরে সাকিব আল হাসানদের সঙ্গে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সফরে নাও আসতে পারে জিম্বাবুয়ে। তারা না এলে আফগানদের সঙ্গেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সূচি এখনও চুড়ান্ত হয়নি। তবে বিসিবির একটি সূত্রে জানা যায়, আফগানদের সঙ্গে টেস্ট ম্যাচ হবে চট্টগ্রাম আর টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকার মিরপুরে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি হওয়ার কথা রয়েছে। টেস্ট ম্যাচটি চট্টগ্রামে হলেও টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
২০১৭ সালের জুনে টেস্ট খেলার মর্যাদা পায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। আইসিসির পূর্ণ সদস্যপদ লাভের পর দুটি টেস্ট খেলেছেন রশিদ খান ও মোহাম্মদ নবীরা।
অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয় টেস্টেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় আফগানরা। টাইগারদের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে ঢাকা সফরে আসছে আফগানিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।