স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সফরকারীদের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবেন তাঁরা। তবে সেই সূচি চূড়ান্ত করা হয়নি।
ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৪ মে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্টরমন্টে।
বাংলাদেশের সাথে একটি টেস্ট খেলার কথা থাকলেও আর্থিক সমস্যার কারণে সেটি বাতিল ঘোষণা করেছে সিআই। তবে এর পরিবর্তে টাইগারদের সঙ্গে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান তাঁরা।
টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ইংল্যান্ডে। কারণ এ সময়ে নিজেদের আন্তর্জাতিক ভেন্যুগুলোর মান উন্নতি ও সংস্কার করবে আয়ারল্যান্ড। তাই টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করা হয়নি।
তবে মে মাসের শেষ দিকে সিরিজটি মাঠে গড়াতে পারে। আগামী জানুয়ারিতে সূচি ও ভেন্যু প্রকাশ করা হবে।
নতুন বছরে বাংলাদেশ ছাড়াও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।