স্পোর্টস ডেস্ক: প্রায় এক দশক আগে বাংলাদেশকে ‘অর্ডিনারি দল’ বলেছিলেন ভারতের সাবেক মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগ। তখন এ নিয়ে হয়েছিলো অনেক সমালোচনা। ঠিক এই কারণে এখনও অনেকে শেবাগকে দেখতে পারেন না।
এক দশক পরেও বাংলাদেশের পারফর্মেন্স দেখে শেবাগের সাথে সুর মেলালেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কার। তিনি বলেন, পিচ নিয়ে কথা বলার কোন কারণ নেই। বাংলাদেশ এতটাই সাধারণ দল যে, দ্রুত খেলা শেষ হবে।
৬ উইকেটে ১৫২ রান নিয়ে কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাত্র ৪৫ মিনিটেই ইনিংস হেরেছে তারা। ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে জিতে নেয় ভারত।
এর আগে মুরালি কার্তিকের সঙ্গে টিভি দর্শকদের জন্য পিচ রিপোর্ট করতে নেমেছিলেন সুনিল গাভাস্কার। তবে তাদের কথোপকথনে পিচ নিয়ে কথা প্রায় থাকলই না। কারণ ম্যাচের ভাগ্য নিয়ে কোনো সংশয় নেই। তাই পিচ নিয়ে আলোচনার বদলে গাভাস্কার শূলে চড়ান বাংলাদেশ দলকে।
তিনি বলেন, পিচ নিয়ে বলার কিছু আসলে নেই। পিচ কেমন করবে, তাতে খুব একটা যায় আসে না। এই বাংলাদেশ দল ‘অর্ডিনারি’। তাদের পারফর্মেন্স ‘অর্ডিনারি’, টেকনিক ‘অর্ডিনারি।’ পিচ যেমনই থাকুক না কেনো, ম্যাচ আজকে খুব দ্রুত শেষ হয়ে যাবে।
তিনি আরও বলেন, খারাপ লাগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। ক্রিকেটের প্রতি তাদের আবেগের মাত্রাটা অনেক। কিন্তু দলের কাছ থেকে কতটা প্রতিদান পাচ্ছে তারা? এই দুই টেস্টে কোনো নিবেদন দেখা গেল না ক্রিকেটারদের! ভালো কিছু করার কোনো ভাবনাই দেখা যায়নি তাদের মাঝে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।