স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে তৃতীয় সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।
নির্বাচক হিসেবে নিজের নিয়োগের কথা নিশ্চিত করেন রাজ্জাক নিজেই। বুধবার (২৭ জানুয়ারি) বোর্ড পরিচালকদের ভার্চুয়াল সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত।
নির্বাচক হিসেবে নিয়োগ পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় ৩৮ বছর বয়সী রাজ্জাক জানান, বাংলাদেশের বাস্তবতা মাথায় নিয়েই নতুন দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।
রাজ্জাক বলেন, যেটা সত্যি কথা দায়িত্ব অনেক বড়। তবে খেললে যে দায়িত্ব থাকে তার চাইতে অন্য কোন দায়িত্ব বড় না। যখন দেশের হয়ে খেলবেন সে দায়িত্ব অনেক বড়। সেই দায়িত্ব এক রকম, এই দায়িত্ব আরেক রকম। আমি চেষ্টা করব নিজের দায়িত্ব পালন করতে।
তিনি বলেন, প্রত্যেকটা জায়গায় চাপ থাকবে। নির্বাচক কমিটিতে তো থাকবেই। যেহেতু জাতীয় দল। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। খুব স্বাভাবিকভাবে এখানে সবার চোখ থাকে। সবার চোখ থাকলে যেটা হয় সবার ভাবনার সঙ্গে মিলবে না। এসব মাথায় রেখেই কাজ করে যাওয়াটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন রাজ্জাক। তবে সবচেয়ে বেশি খেলেছেন ওয়ানডে। এই সংস্করণে দলের সেরা বোলারদের একজন ছিলেন তিনি। ১৫৩ ওয়ানডে খেলে ২০৭ উইকেট তার। মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের পর যা তৃতীয় সর্বোচ্চ।
অন্যদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে রাজ্জাকের আছে ৪৪ উইকেট। ১৩ টেস্ট খেলে নিয়েছেন ২৮ উইকেট।
প্রসঙ্গত, ২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন রাজ্জাক। প্রথম শ্রেণীতে ৬৩৪ উইকেট নেওয়া এই স্পিনারকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আকস্মিকভাবে টেস্ট দলে ডেকে নেওয়া হয়েছিল। এক ইনিংসে ৪ উইকেট (ম্যাচে ৫ উইকেট) নিলেও পরে আর ডাক পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।