স্পোর্টস ডেস্ক : গুঞ্জন উঠেছিল, বাংলাদেশ সফরে জাতীয় দলের খেলা রেখে পাকিস্তানের পিএসএলের ফাইনাল খেলতে যাচ্ছেন রশিদ খান। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আফগান লেগ স্পিনার। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তান যাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান।
পিএসএলের ফাইনাল খেলবেন না বলে নিশ্চিত করে শনিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল টুইটারে রশিদ খান বলেন, এটা উত্তম হতো যদি লাহোর কালান্দর্সের হয়ে পিএসলের ফাইনালে খেলতে পারতাম। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় আমি পাকিস্তানে যেতে পারছি না।
লাহোর কালান্দর্সের অধিনায়ক শাহিন আফ্রিদিকে ফাইনালের জন্য শুভকামনা জানিয়ে রশিদ আরো বলেন, আমার কাছে সবকিছুর আগে নিজের দেশের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। তবে আমি আমার অধিনায়ক শাহিন আফ্রিদি ও দলকে ফাইনালের জন্য শুভকামনা জানাচ্ছি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতিমধ্যে জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের একটি ম্যাচ এখনো বাকি। এছাড়া, বাকি আছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।