বাংলাদেশ থেকে বিনামূল্যে খেলা যাবে পাবজি পিসি গেম!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পাবজি গেমটি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষের দিকে অবস্থান করছে গেমিং দুনিয়ায়। পাবজি গেমের দুটি ভার্সন মূলত পাওয়া যায় যথা- পাবজি মোবাইল এবং পাবজি পিসি যেটা কম্পিউটারে খেলতে হয় এবং টাকা খরচ করে কিনতে হয়। পাবজি মোবাইলের আবার ইমুলেটর ভার্সন আছে যাতে লো কনফিগারেশন এর কম্পিউটার ব্যবহারকারীরা খেলে থাকেন মূলত (ব্যতিক্রম আছে)। এতদিন অনেক কম্পিউটার ব্যবহারকারী ইমুলেটর দিয়ে পাবজি খেলতেন দুটি কারনে, লো কনফিগারেশন কম্পিউটার অথবা পিসি ভার্সন কিনতে না চাওয়ায়।

তার বিপরীতে মাসখানেক আগে পাবজি কর্পোরেশন উন্মোচিত করেছিলো পাবজি লাইট এর বেটা ভার্সন। এটি মূলত পাবজি পিসি ভার্সনের কমপ্রেসড ভার্সন বলা যেতে পারে। গেমপ্লে এবং গেম ফিজিক্স প্রায় পাবজি পিসির মতো তবে গ্রাফিক্সের দিক দিয়ে অনেকটা কমতি সুযোগ করে দিয়েছে একে লো স্পেক এর কম্পিউটারে ঠিকঠাক ভাবে খেলার। এরই সাথে ফ্রি গেম হওয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল এটি গেমারদের মাঝে। বিশেষ করে বাংলাদেশী গেমাররা অপেক্ষায় ছিলেন পাবজি লাইটের।

বাংলাদেশ থেকে বিনামূল্যে খেলা যাবে পাবজি পিসি গেম! (ছবি) 1

তবে বেটা ভার্সন হওয়ায় শুধুমাত্র থাইল্যান্ডের জন্য উন্মুক্ত করা হয়েছিলো গেমটি। তাই ভিপিএন ব্যবহার করে অনেক টেকনিক খাটিয়ে গেমাররা খেলতে পারতো প্রচুর হাই পিং এর সৌভাগ্য সহ। তবে দেশী গেমারদের জন্য এখন আনন্দের সংবাদ হচ্ছে যে, পাবজি লাইটের বেটা প্রোগ্রামে আজ বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ফলে এখন কোন ভিপিএন বা থার্ড পার্টি লঞ্চার ছাড়াই বাংলাদেশে বসে কম্পিউটারে বিনামূল্যে খেলা যাবে পাবজি লাইট ভার্সন। যারা পটেটো পিসি বা লো কনফিগারেশন এর কম্পিউটার ব্যবহার করেন তাদের পাবজি পিসি ভার্সন খেলার স্বাদ মিটে যাবে পাবজি লাইট দিয়ে আশা করি। পাবজি পিসির থেকে গ্রাফিক্সের দিক দিয়ে বেশ কম টেক্সচার তবে ইমুলেটর থেকে অনেক এগিয়ে থাকবে পাবজি লাইট। ৪ জিবি র‍্যাম এবং ডিসেন্ট প্রসেসর হলেই পাবজি লাইট খেলতে পারার কথা।

খেলতে যা প্রয়োজন-

  • প্রথমত আপনার একটি কম্পিউটার লাগবে যাতে কমপক্ষে নিচের ছবির মতো কনফিগারেশন থাকবে।
  • তারপর ডাউনলোড করে নিতে হবে পাবজি লাইট বেটা।
  • এর আগে রেজিস্টার করে নিতে হবে।
  • তারপর আর কি চাচ্ছেন? ইন্সটল করে লগিন দিয়ে খেলতে থাকেন?

বাংলাদেশ থেকে বিনামূল্যে খেলা যাবে পাবজি পিসি গেম! (ছবি) 2

কারা পাবজি লাইট খেলবে-

  • যারা পাবজি ইমুলেটর খেলতেন এবং অরিজিনাল পিসি ভার্সন কিনতে চাইতেন না ডলার খরচ করে।
  • যাদের কিনতে মন চাইলেও পটেটো পিসির কষ্টে খেলতে পারতোনা।
  • যারা স্কিলের দিক দিয়ে গরীবের স্রাউড তবে বন্ধুরা পাবজি পিসি কিনেনি বলে সবাই মিলে ইমুলেটর এ খেলতো।

কারা পাবজি লাইট খেলবেনা-

  • যারা পাবজি পিসির রিকয়েল দেখে আকাশে উড়ে গিয়ে আবার ইমুলেটর এ ফিরে যাবে।
  • যারা কঠিন গেমপ্লে এবং বর্তমানে হ্যাকারদের মাইর খেয়ে পাবজি পিসি লাইটের বদনাম করে বেড়াবে।
  • যাদের আমার মতো পটেটো তো দূরে থাক, গাজর-মূলা কম্পিউটার ও নাই।

 

বাংলাদেশ থেকে বিনামূল্যে খেলা যাবে পাবজি পিসি গেম! (ছবি) 3

 

বর্তমানে গেমটি বেটা ভার্সনে থাকায় অনেক হ্যাকার এবং ক্ষণে ক্ষণে সার্ভার মেইন্টেনেন্স এর দেখা পেয়ে যেতে পারেন খেলার মূহুর্তে। তার জন্য উপরে যে লিংক দেওয়া আছে তার নিউজ সেকশনে গেলেই আপডেট পেয়ে যাবেন। কোনপ্রকার ভিপিএন এর সমস্যা ছাড়া পাবজি পিসি লাইট খেলতে পারা দেশী গেমার ভাইদের জন্য আনন্দের সংবাদ অবশ্যই।