বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ফের স্মার্টফোন বাজারে ফিরছে গ্লোবাল টেকনোলজি ব্রান্ড হুয়াওয়ে। আগামী বছরের মাঝামাঝি সময়ে ৫জি ফোন উদ্বোধন করতে বাংলাদেশকে বেছে নিয়েছে কোম্পানিটি। ক্লাউড, জ্বালানী শক্তি ও পঞ্চম প্রজন্মের স্মার্ট সল্যুশন নিয়ে এই ব-দ্বীপ থেকে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে যেতে চায় চীনা কোম্পানিটি। এজন্য বাংলাদেশে দক্ষিণ এশিয়ার প্রধান কার্যালয় স্থাপন করে গবেষণা উন্নয়নে তরুনদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইইউ-তে স্থাপন করা হয়েছে দেশের একমাত্র জ্বালানী শক্তি উৎপদন গবেষণা নিয়ে ডিজিটাল পাওয়ার ল্যাব।
বুধবার গাজীপুরের একটি রিসোর্টে টেলিকম ও আইটি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার পরিচালক লিন হাল হ্যাভেন।
সরকার পরিবর্তনের পর বিগত সময়ে উড়তে থাকা হুয়াওয়ের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যবসায় মন্দা যাচ্ছে।তবে সরকার কোনো বিষয় নয়। প্রকল্পের শক্তিতেই আমরা টিকে থাকি। সরকার স্থিতিশীল হলে সময় আবার ঘুরে দাঁড়াবে।
অপর এক প্রশ্নের জবাবে হ্যাভেন বলেন, স্টারলিংক স্থাপনের সময় ওপর থেকে নিচে সংযোগ দেয়ার ক্ষেত্রে বিদ্যমান নেটওয়ার্কের ওপর ভরসা করতে হয়। ফলে একাকী স্টারলিংক থেকে সংযোগ দেয়া কখনোই সাশ্রয়ী ও সুলভ হওয়ার সুযোগ কম। আরেকটি দেশের স্যাটেলাইট এখানে সংযোগ দেয়ার ক্ষেত্রেও ডিজিটাল সিকিউরিটির প্রশ্ন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।