বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তানের মাঝে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন আবহে বাংলাদেশকে নিয়ে স্মৃতিচারণা করে একটি পোস্ট দিয়েছিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁর এই পোস্ট দেখে বাংলাদেশি ভক্তরা আপ্লুত হলেও, ভারতীয় নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। অবশেষে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন এ নায়ক।
টলিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও প্রচুর অনুরাগী রয়েছে তাঁর। চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো তারকাদের বিপরীতে একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। বলা যায়, বাংলাদেশে শুটিং করতে এসে বেশ আপ্যায়ন পেয়েছেন অঙ্কুশ। তাই বাংলাদেশের প্রতি তাঁর ভালোলাগাও অনেক।
সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি। শেষবার বাংলাদেশে গিয়েছিলাম শুটিং করতে। অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো বাংলাদেশ।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্ক এক ধরনের চাপানউতোর পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে। মুছে দেওয়া সেই পোস্টে অঙ্কুশ মূলত এই বাস্তবতার কথাই তুলে ধরেন। বাংলাদেশে আসার অপেক্ষার কথা জানান তিনি।
তবে ভারতীয়দের অনেকেই অঙ্কুশের সমালোচনা করতে থাকেন। ফলে সেই পোস্টটি এখন আর অভিনেতার টাইমলাইনে নেই। যদিও গুগল সার্চের কেচ রেকর্ডে পোস্টটির আলামত পাওয়া যায়। শেষ পর্যন্ত ৪৫ হাজার প্রতিক্রিয়া ছিল অঙ্কুশের এই পোস্টে। কী কারণে তিনি তা ডিলিট করলেন, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।