বাংলাদেশ নিয়ে যা বলেছেন সোনম কাপুর

সোনম কাপুর

বিশ্ব এখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে উত্তাল ছিল পুর দেশ। এরপর একের এক ঘটনায় প্রাণ হারিয়েছে একাধিক শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দেশের অনেক তারকারাই। বলিউড অভিনেত্রী সোনম কাপুরও কথা বলেছেন বাংলাদেশ নিয়ে।

সোনম কাপুর

সোনম কাপুর তার অফশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের কথা বলেছেন। এই বলিউড অভিনেত্রী সোমবার (৫ আগস্ট) ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এটা সত্যই বাংলাদেশে যা ঘটছে, খুবই ভয়ানক ঘটনা। চলুন, সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।

দেশ এবং টলিউডের অনেক তারাকারাই বাংলাদেশ নিয়ে কথা বলছিলেন। তবে বলিউডে প্রথমবার বাংলাদেশ নিয়ে আওয়াজ তোলেন সোনম কাপুর। তার ফেসবুক পোস্টটির কমেন্ট বক্সে হাজারো মানুষ বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। বেশিরভাগ বাংলাদেশের শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলনকে সমর্থন করেছেন। অনেকেই শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করেছেন। আর কেউ নতুন বাংলাদেশের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতির সঙ্গে পুলিশের নবনিযুক্ত আইজিপির সাক্ষাৎ

টলিউডের অনেক তারকারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথে বলছিলেন। এ তালিকায় আছেন, কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কবির সুমন, জিৎ এবং পরমব্রত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।