ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধান প্রদানের স্বীকৃতি হিসেবে “বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫”-এ ৪ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বিকাশ।
এ বছর অ্যাওয়ার্ড এর তৃতীয় সংস্করণে (২০২৫) ‘ডিজিটাল লেন্ডিং’ ও ‘এমএফএস/ডিএফএস’ ক্যাটাগরিতে ‘বিজয়ী’ এবং ‘পেমেন্ট’ ও ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পেয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।
বিকাশ-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। এসময় বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্প্রতি বাংলাদেশ ফিনটেক ফোরাম এর উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রভাব এবং নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়া হয়। এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’ এবং ডিজিটাল লেন্ডিং ক্যাটাগরিতে বিকাশ এর ‘পে লেটার’ সেবা পেয়েছে ‘ফিনটেক ইনোভেশন অব দ্যা ইয়ার’ -এর স্বীকৃতি।
এছাড়া, আর্থিক অন্তর্ভুক্তি (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) ক্যাটাগরিতে ‘পে লেটার’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘মার্চেন্ট অ্যাপ’ পেয়েছে অনারেবল মেনশন।
মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক এর সহযোগিতায় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড এর এবারের আসরে ১৪টি বিজয়ী ও ১২টি অনারেবল মেনশন পাওয়া প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



