স্পোর্টস ডেস্ক : আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটিতে জিততেই হবে টাইগারদের। অপরদিকে, ইতোমধ্যে সেমিফাইনালের দৌঁড় থেকে বাদপড়া আফগানিস্তান শান্তনার জয় খুঁজবে এই ম্যাচে।
এবারের আসরের ৩১তম ম্যাচটি অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে হ্যাম্পশায়ার বোলে। যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। নিজেদের সর্বশেষ ম্যাচে আফগানিস্তান স্বল্প রানের ম্যাচেও ভারতের কাছে হেরেছে। আর বাংলাদেশ রানবন্যার ম্যাচে হার মেনেছে অস্ট্রেলিয়ার কাছে। টুর্নামেন্টে এখনো কোনো জয় না পাওয়ায় বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানদের। বাংলাদেশ এখনো সেমিফাইনালে যাওয়ার ছক কষছে।
নিশ্চিতভাবেই এই ম্যাচে স্পটলাইট থাকবে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর। ৫ ইনিংসে ৪২৫ রান নিয়ে বিশ্বকাপের রান সংগ্রাহকের তালিকায় ২য় স্থানে আছেন তিনি। তুলে নিয়েছেন টানা ২টি শতক। বল হাতেও শিকার করেছেন ৫ উইকেট। সাকিব ছাড়াও মুশফিকুর রহিমের দিকেও থাকবে নজর। আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দারুণ শতক করেছেন তিনি।
আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে স্পটলাইট থাকবে মোহাম্মদ নবীর ওপর। ভারতকে ভয় ধরিয়ে দেয়া নিজেদের সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে অর্ধশতক করার পাশাপাশি বল হাতেও শিকার করেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মুল্যবান উইকেটসহ মোট ২টি উইকেট।
সাউদাম্পটনের কন্ডিশন অনুযায়ী পেসারদের থেকে স্পিনারদের জন্যই বেশি সুবিধা থাকতে পারে। সেক্ষেত্রে নিয়মিত স্পিনার সাকিব ও মেহেদী হাসান মিরাজের সাথে দলে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে চোটের কারণে সৈকত খেলতে পারেননি। রবিবার অনুশীলনে সামান্য চোট পেয়েছিলেন মিরাজও। তবে তিনি এখন শঙ্কামুক্ত।
আফগানিস্তান (সম্ভাব্য একাদশ): হযরতউল্লাহ জাজাই, নূর আলি জাদরান/আসগর আফগান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, ইকরাম আলি খিল, রশিদ খান, মুজিব-উর-রহমান, আফতাব আলম।
বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন/মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।