জুমবাংলা ডেস্ক: দেশের প্রথম ভেটেরিনারিয়ান হিসেবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সহযোগী ফেলো নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এর সহযোগী অধ্যাপক ড. মোঃ নাজমুল হক ।
গত ৯ই এপ্রিল ২০২৩-এ অনুষ্ঠিত বিজ্ঞান একাডেমি কাউন্সিলের ৪র্থ সভায় তাঁকে একাডেমির সহযোগী ফেলো হিসেবে নির্বাচন করা হয় (অনুচ্ছেদ: ৫ অনুযায়ী)।
ড. নাজমুল বর্তমানে বশেমরকৃবিতে গাইনিকোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি দেশ-বিদেশের অসংখ্য গবেষকদের সাথে যৌথভাবে প্রাণী ও মানব স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক মৌলিক গবেষণায় নিয়োাজিত আছেন। ইতোমধ্যে, ড. নাজমুল নিজেকে মাইক্রোবিয়াল জিনোমিক্স, মেটাজিনোমিক্স এবং প্রোটিওমিক্স গবেষণায় একজন শীর্ষস্থানীয় গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অদ্যবধি ড. নাজমুল হাই-প্রোফাইল আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে ৬০টিরও বেশি গবষেণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যার মোট ইমপ্যাক্ট ফ্যাক্টর ২০০-এর অধিক। গুগল স্কলার অনুযায়ী, তাঁর প্রকশানাগুলো ইতোমধ্যে মোট ১৪০০-এর অধিক সাইটেশন (য-রহফবী: ১৮, র১০-রহফবী:২৫) পেয়েছে। তিনি ২০টিরও অধিক জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে তাঁর গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেছেন। তিনি ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটেশনাল বায়োলজি ইনস্টিটিউটে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে নিয়োজিত ছিলেন। ড. নাজমুল গবেষণায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (টএঈ) স্বর্নপদক ২০১৯ ও ন্যাশনাল ইয়ং একাডেমি অব বাংলাদেশ (ঘণঅই) আউটস্ট্যান্ডিং ডক্টরাল রিসার্চ অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেন। এছাড়াও তিনি পরপর দুই বছর বশেমুরকৃবি শিক্ষক সমিতি পুরষ্কার (২০২১ ও ২০২২) লাভ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।