বাংলাদেশ ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি সই

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে ‘সিএমএসএমই খাতে মেয়াদী বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য ৭% মুনাফায় বিনিয়োগ সংক্রান্ত চুক্তি সম্প্রতি সম্পাদিত হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাছের।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) মোঃ জাকের হোসেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।