বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংকের অংশগ্রহণ চুক্তিনামা সই

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গঠিত ১০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ‘অংশগ্রহণ চুক্তিনামা’ স্বাক্ষরিত হয়েছে।

আজ (২৫ সেপ্টেম্বর) মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এই চুক্তিনামা অনুষ্ঠিত হয়।

চুক্তিনামায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ও বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক মামুনুর রহমান ও মো. রায়হানুল ইসলাম এবং রূপালী ব্যাংকের কৃষি, পল্লীঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের উপ-মহাব্যবস্থাপক জেবু সুলতানা।

উল্লেখ্য, গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিকল্পে ১০০০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে চুক্তি সম্পাদনকারী ব্যাংকসমূহের চাহিদার ভিত্তিতে বরাদ্দ প্রদান করবে।