ব্যাংক খাতে সংকট মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকে ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। মূলধন ঘাটতি, তারল্য সংকট বা দেউলিয়াত্বের মুখে পড়া ব্যাংকগুলোর দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর সময়মতো রেজুলেশন নিশ্চিত করতেই সম্প্রতি ‘Bank Resolution Ordinance, 2025’ প্রণয়ন করা হয়েছে। এই আইনের আলোকে আগে গঠিত ‘Bank Restructuring & Resolution Unit’-এর নাম পরিবর্তন করে এখন ‘Bank Resolution Department’ করা হয়েছে।
নতুন এই বিভাগের অধীনে ঝুঁকিপূর্ণ ব্যাংকের একীভূতকরণ, অধিগ্রহণ, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠাসহ বিভিন্ন পুনর্গঠনমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া, ভবিষ্যতে ব্যাংক খাতে যেকোনও রেজুলেশন প্রক্রিয়ায় এ বিভাগই দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংক পুনর্গঠন ও রেজুলেশন সংক্রান্ত যাবতীয় চিঠিপত্র নতুনভাবে গঠিত ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের সঙ্গে সম্পাদন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।