স্পোর্টস ডেস্ক: পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি।
সামনে টাইগারদের শ্রীলঙ্কা সফর। সফরে ক্রিকেটারদের সঙ্গী হওয়ার কথা ছিল ম্যাকেঞ্জির। কিন্তু বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র পাঠিয়ে তিনি জানিয়ে দেন, চাকরিটাই তিনি আর করছেন না।
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ম্যাকেঞ্জি নিজের কাঁধে তুলে নেন ২০১৮ সালের জুলাইয়ে।
চাকরি ছাড়ার ব্যাপারে নিল ম্যাকেঞ্জি বলেন, হ্যাঁ, পদত্যাগ করেছি। একমাত্র কারণ হলো, পরিবার থেকে দূরে থাকতে চাই না। করোনার কারণে খেলার সূচি পিছিয়ে গেছে। সামনে ব্যস্ত সূচি, তাই পরিবার থেকে অনেকটা সময় দূরে থাকতে হবে। এটা আমার জন্য অসম্ভব। বাংলাদেশে কাজ করে ভালো লেগেছে। অসাধারণ সব ব্যক্তিত্বের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।