আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের এক হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক।

রবিবার (২২ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এএনআইকে একথা বলেন তিনি। এর আগে সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিস বলেন পাকিস্তানের করাচি একদিন ভারতের অংশ হবে। তার বক্তব্যের জেরে এই মন্তব্য করেছেন নওয়াব মালিক।
নওয়াব মালিক বলেন, বিজেপি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে একটি দেশ গঠনের পদক্ষেপ নিলে তাকে স্বাগত জানাবে তার দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি। এই তিন দেশকে একত্রিত করা উচিত বলে মনে করেন তিনি। জার্মানিকে বিভক্ত করা বার্লিন দেয়াল ভেঙে দেয়া সম্ভব হলে এই তিন দেশেরও এক হওয়া কেন সম্ভব নয়, প্রশ্ন করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


