স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ কোয়ালিফায়িং রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু পোলো গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত দীর্ঘদিন ধরেই শক্তিশালী দল। ফিফা র্যাংকিংয়ে ভারত বর্তমানে ১২৬তম এবং এশিয়ান ফুটবলে তাদের অবস্থান ২২তম। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে ফিফা র্যাংকিংয়ে ১৮৫তম এবং এশিয়ার তালিকায় ৩৯তম স্থানে।
পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে ভারত। দুই দল এখন পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে, ভারতের জয় ১৩টিতে, আর ১২টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২২ বছর পার হয়ে গেলেও লাল-সবুজরা আর ভারতকে হারাতে পারেনি। তবে সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। শেষ পাঁচ লড়াইয়ের চারটি ড্র হয়েছে এবং ভারত একটিতে ২-০ গোলে জয় পেয়েছে।
সাম্প্রতিক পাঁচ ম্যাচের ফলাফল:
– ২০২১ এশিয়ান কাপ বাছাইপর্ব: ভারত ২-০ বাংলাদেশ
– ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১-১ বাংলাদেশ
– ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব: ভারত ১-১ বাংলাদেশ
– ২০১৪ ফিফা প্রীতি ম্যাচ: ভারত ১-১ বাংলাদেশ
– ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১-১ বাংলাদেশ
বাংলাদেশ দলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো একসঙ্গে চার প্রবাসী ফুটবলার খেলছেন- ডেনমার্কের জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী, কানাডার সৈয়দ শাহ কাজেম এবং ইংল্যান্ডের হামজা চৌধুরী।
অন্যদিকে, ভারতও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। ৪০ বছর বয়সী কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছেন এবং তার রেকর্ড বাংলাদেশের বিপক্ষে চমকপ্রদ। ভারতের শেষ ছয় গোলের মধ্যে পাঁচটিই এসেছে তার পা থেকে। এখন দেখার বিষয়, পরিসংখ্যানের এই ব্যবধান পেরিয়ে বাংলাদেশ কতটা লড়াই করতে পারে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।