স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচে হলে বিতর্ক হবে না―এমনটা হতেই পারে না। সেই সঙ্গে ছড়ানো হয় গুজব। কিছু লোক যেকোনো ইস্যুতেই গুজব ছড়িয়ে মজা পায়। আর সোশ্যাল মিডিয়ার অসংখ্য ব্যবহারকারী কোনো যাচাই না করেই সেটা বিশ্বাস করে এবং প্রচার করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের পর ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এমনই একটি ভুয়া বক্তব্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সুপার টুয়েলভের ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করেও শেষ পর্যন্ত ৫ রানে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচের বেশ কিছু ঘটনা এবং আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে। যেমন বিরাট কোহলির ফেইক ফিল্ডিং আম্পায়ারের না দেখা, ভেজা মাঠে তড়িঘড়ি করে খেলা শুরু করা, লিটন দাস আঘাত পাওয়ার পর তাকে দ্রুত ব্যাটিং করতে আম্পায়ারদের চাপ, কোহলি বলার পর হাসান মাহমুদের বলে ‘নো’ ডাকা ইত্যাদি। বিতর্ক হতেই পারে, তাই বলে ভুয়া খবর ছড়ানো হবে? সেটাও আবার শচীন টেন্ডুলকারের নামে!
টেন্ডুলকারের সেই ভুয়া বক্তব্যের স্ক্রিনশট।
ছড়িয়ে পড়া ভুয়া সেই বক্তব্যে শচীন বলেছেন, ‘ভারত ভদ্রলোকের খেলাটির আকর্ষণ নষ্ট করে দিয়েছে। ’
সত্যিকার অর্থে এমন কোনো বক্তব্য কোনো মাধ্যমেই দেননি শচীন। কেউ যাচাই না করেই বক্তব্যটি শেয়ার করছে। এমনকি বাংলাদেশের এক বিখ্যাত সাবেক ক্রিকেটারও শচীনের এই ভুয়া বক্তব্য নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ফেসবুক প্রফাইলে পোস্টটি দেখা গেছে। এসব কারণে ভুয়া বক্তব্যটি আরো বিশ্বাসযোগ্যতা পেয়েছে। ক্রিকেট ম্যাচে ভুল আম্পায়ারিং নতুন কোনো ঘটনা নয়। আজ শুক্রবারও অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ভুল আম্পায়ারিং হয়েছে। দেখা গেছে ৫ বলের ওভার। সেসব নিয়ে বিতর্ক হতেই পারে, তাই বলে গুজব?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।