স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের জয়ে কার্যত শেষ হয়ে গেছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। সেমিফাইনালে যেতে হলে রবিন লিগ রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশকে অবিশ্বাস্য ব্যবধানে হারাতে হবে তাদের। যা গাণিতিকভাবে সম্ভব হলেও বাস্তবে প্রায় অসম্ভব। সেই হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটা স্রেফ নিয়মরক্ষার। কিছুর প্রাপ্তির উপলক্ষ্য।
সম্ভাব্য ওই আনুষ্ঠানিকতার ম্যাচ আগামীকাল শুক্রবার। এই ম্যাচে টাইগারদের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানকে সতর্ক করলেন দেশটির প্রাক্তন ক্রিকেটার সাকলাইন মুস্তাক। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন এই বাংলাদেশকে তিনি যথেষ্ঠ সমীহ করছেন।
যুক্তরাজ্যে চলমান বিশ্বকাপে দুই জায়ান্ট দল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। আফগানিস্তানকেও উড়িয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন মাশরাফি অ্যান্ড কোং। শেষ চারের সম্ভাবনাও তাতে ভালোভাবে জেগেছিল। যদিও দুদিন আগে ভারতের কাছে হেরে সেমির স্বপ্নের সমাধী হয়ে গেছে টাইগারদের।
অবশ্য হারলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। ৩১৫ রানের হিমালয়তূল্য লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা লড়াই করেছে ম্যাচের শেষ পর্যন্ত। ২৮ রানের লড়াকু ওই হারই সাকলাইনকে ভয় ধরিয়ে দিয়েছে। তাই উত্তরসূরিদের প্রতি বিশেষ বার্তা ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই স্পিনার।
সাকলাইনের বিশ্বাস উপমহাদেশের দুই দেশের লড়াইটা স্নায়ুক্ষয়ী হবে। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলবে পাকিস্তান। ওরা বিদায় নিলেও পাকিস্তানকে বিপদে ফেলতে পারে। আপনি দেখুন ভারতের বিরুদ্ধে হারলেও শেষ পর্যন্ত তারা লড়াই করেছে। এই পর্যায়ে এসে এ ধরনের ক্রিকেটই খেলা উচিত। বাংলাদেশ তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’
আট ম্যাচে নয় পয়েন্ট পাকিস্তানের। বাংলাদেশের পয়েন্ট সাত। শেষ চারে যেতে হলে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যবধান গড়ে জিততে হবে তাদের। কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান জিতবে কি না সেটাও তো একটা প্রশ্ন। টাইগাররা যে হারার আগে হারে না!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।