স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার ৩ ম্যাচের সিরিজ। কিন্তু সম্প্রতি এই সিরিজের শেষেই দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো শ্রীলঙ্কা দলের পুরো কোচিং স্টাফকে পদত্যাগ করতে বলেছেন।
গতকাল বৃহস্পতিবার এই বিষয় নিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছেন তিনি। বর্তমানে শ্রীলঙ্কার কোচিং স্টাফদের দায়িত্বে আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ জন লুইস এবং ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। তবে তাদের ভাগ্য নিরধারন করা হবে বিশ্বকাপের কাজের পর্যালোচনা করে।
তবে হাথুরুর সঙ্গে এখনও ১৬ মাসের চুক্তি রয়েছে। তিনি এ মেয়াদ শেষ করতে চান। এমনকি চুক্তি নবায়নের আশাও করছেন। তবে তার চাওয়া সম্ভবত আলোর মুখ দেখবে না। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে বড় বিপাকেই পড়েছেন এ কোচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।