Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ‘বাংলার বস’ বিক্রিতে সিন্ডিকেট বাধা
জাতীয়

‘বাংলার বস’ বিক্রিতে সিন্ডিকেট বাধা

Shamim RezaJuly 29, 20204 Mins Read
Advertisement

হারুন উর রশীদ স্বপন : শুধু ঢাকা কেন, এবার সারাদেশেই কোরবানির পশুর হাটে আলোচিত ‘বাংলার বস’ ও ‘বাংলার সম্রাট’৷ বাংলার বস গত বছর দেশের সবচেয়ে বড় ষাড়ের স্বীকৃতি পেয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে৷ খবর ডয়চে ভেলের।

গরু দুটিকে তোলা হয়েছে ঢাকার গাবতলি গুরুর হাটে৷ মালিক আজমত আলি গায়েনের অভিযোগ সিন্ডিকেট করে তার গরু বিক্রি করতে দেয়া হচ্ছে না৷ তাই অর্ধেক দাম পেলেও বিক্রি করে দেবেন৷ কিন্তু তাও পাচ্ছেন না৷

বাংলার বসের দাম হেঁকেছেন তিনি ৩০ লাখ টাকা৷ গরুটিতে ৩৭ মণ মাংস আছে বলে দাবি তার৷ আর বাংলার সম্রাটের দাম চান ২৫ লাখ টাকা, মাংস হবে ৩৫ মণ৷ কিন্তু এখন পর্যন্ত অর্ধেক দামেও ক্রেতা পাচ্ছেন না৷ আজমত আলি এখন দুইটি গরু ২৫ লাখ টাকায়ই ছেড়ে দিতে চান৷ তাতে তার সাত-আট লাখ টাকা লোকসান হলেও তিনি আর গরু নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে চান না৷

৩৫ বছরের আজমত আলি ঢাকায় রিকশা চালাতেন৷ ২০০৯ সালে কিছু টাকা জমিয়ে গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে চলে যান তিনি৷ তারপর সমিতি ও কিছু ব্যবসা করে টাকা জমান৷ গড়ে তোলেন দুধের গাইয়ের খামার৷ পাশাপাশি কোরবানিতে বিক্রির জন্য ষাড় পালন শুরু করেন৷

এবার যে দুইটি গরু ঢাকার গাবতলির হাটে তিনি নিয়ে এসেছেন তা ফ্রিজিয়ান জাতের৷ বাংলার বসকে এক বছরের কিছু সময় আগে ১৬ লাখ টাকায় কেনেন তিনি৷ আর সম্রাটকে কেনেন আরো আগে৷ গাবতলির হাটের মূল ফটকের কাছেই দুইটি গরু তিনি রেখেছেন পাঁচদিন আগে৷ এজন্য তাকে দিতে হচ্ছে ২৫ হাজার টাকা৷ দুইটি গরুর পিছনে এখন পর্যন্ত তার ৪০ লাখ টাকা বিনিয়োগ আছে৷ গত বছর প্রাণিসম্পদ অধিদপ্তর দেশের সবচেয়ে বড় ষাড়ের স্বীকৃতি দেয় বসকে৷ আজমত আলিকে দেয় পুরস্কার৷ তারাই তখন ষাড়টির নাম দেয় ‘বাংলার বস’৷

‘বাংলার বসকে’ ঠেকাতে সিন্ডিকেট?

আজমত আলির অভিযোগ, ‘‘এমনিতেই এবার ক্রেতাদের আগ্রহ কম৷ তার ওপর ঢাকার খামারিরা সিন্ডিকেট করে আমার গরুর ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছে৷ তাদের লোকজন চারপাশে ঘিরে থাকে৷ তারা বলে দেয় গরু বিক্রি হবে না৷ কেউ যদি তাদের উপেক্ষা করে দাম জানতে আসে, আমি দাম চাইলে সিন্ডিকেটের লোকজন বলে এর অর্ধেক দামে এরচেয়ে বড় গরু আমরা দেব৷ ক্রেতার মন ভেঙে যায়৷ ফিরে যান৷’’

ইজারাদার ও পুলিশের কাছে অভিযোগও করেছেন তিনি৷ কিন্তু তাতেও কাজ হয় না৷ তারা যখন আসে সিন্ডিকেটের লোকজন সরে যায়৷ আজমত আলি বলেন, ‘‘সবাই ছবি তোলে, সেলফি তোলে আমার গরুর সঙ্গে , কিন্তু কেউ কেনে না৷ বিভিন্ন অনলাইনও আমার সাথে কথা না বলেই আমার গরুর ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছে৷’’

ঢাকার বাইরে থেকে আসা আরো কয়েকজন গরুর ব্যাপারি সিন্ডিকেটের অভিযোগ করেন৷ ঢাকার খামারিরা সিন্ডিকেট করে বাইরের গরু বিক্রিতে কৌশলে বাধা দিচ্ছেন বলে জানিয়েছেন অনেকে৷ তবে ক্রেতা মনে করেন, এবার বড় এবং বেশি দামের গরুর চাহিদা কম৷ অনেকে কোরবানি দিচ্ছেন না৷ কেউ কেউ কোরবানি দিলেও উৎসব নেই করোনার কারণে৷

ক্রেতা মাসুদুর রহমান বলেন, ‘‘গতবারের চেয়ে এবার আমাদের বাজেট অনেক কম৷ প্রায় অর্ধেকে নেমে এসেছে৷’’

গাবতলি গুরুর হাটের ম্যানেজার মো. সানোয়ার হোসেন অবশ্য দাবি করেন, সিন্ডিকেট করে গরু বিক্রিতে বাধা দেয়ার কোনো অভিযোগ তারা এখনো পাননি৷ তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন৷ তিনি বলেন, ‘‘আমাদের জানার বাইরে কেউ এরকম কিছু করে থাকলে তো আমাদের কিছু করার নাই৷’’

গরু কম, ক্রেতাও কম

গরুর ব্যাপারিদের সাথে কথা বলে জানা গেছে, এবার ঢাকায় গরু এসেছে গতবারের অর্ধেক৷ আর ভারতীয় গরুও হাটে নেই৷ কড়াকড়ির পরও অল্প কিছু গরু চোরাচালানির মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আসলে তা ঢাকা পর্যন্ত আসেনি৷

ঢাকায় এবার মোট ১৯টি গরুর হাট বসেছে৷ এরমধ্যে দক্ষিণ সিটিতে ১২টি এবং উত্তরে ৯টি৷ গরুর ব্যাপারি লালন মিয়া জানান, গতবারের তুলনায় এবার ৫০ ভাগ গরু কম এসেছে৷ তার সঙ্গে অনেক ব্যাপারি এবার আর গরু নিয়ে আসেননি৷ যারা এসেছেন তারাও আতঙ্কে আছেন সব গরু বিক্রি করতে পারবেন কিনা৷ আর দামও ক্রেতারা অনেক কম বলছেন৷

হাটগুলোতে মোবাইল কোর্ট আছে৷ কিন্তু তারপরও সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই৷ আর এটা মানা সম্ভব নয় বলেও জানান কয়েকজন৷ ইজাদারদের পক্ষ থেকে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা দেখা যায়নি৷ কিছু বেসরকারি সংগঠন পশুর হাটে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে৷ তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকে ঘোষণা চলছে৷আর গরুর হাটে বয়স্ক ও শিশুদের যেতে নিরুৎসাহিত করা হলেও তারা যাচ্ছেন৷

তবে কোনো কোনো ইজারাদার দাবি করেন তারা হাসিল কাউন্টারে ফ্রি মাস্ক ও স্যানিটাইজারারের ব্যবস্থা করেছেন৷ আবার কেউ বলছেন এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব৷

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় বস বাধা, বাংলার বিক্রিতে সিন্ডিকেট
Related Posts
High Commission

বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটনার যে ব্যাখ্যা দিলো ভারত

December 21, 2025
এনবিআর চেয়ারম্যান

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য : এনবিআর চেয়ারম্যান

December 21, 2025
Cold

শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

December 21, 2025
Latest News
High Commission

বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটনার যে ব্যাখ্যা দিলো ভারত

এনবিআর চেয়ারম্যান

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য : এনবিআর চেয়ারম্যান

Cold

শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

মা‌র্কিন নাগ‌রিক

তারেক রহমানের ফেরার দিনে মা‌র্কিন নাগ‌রিকদের জন্য দূতাবাসের নির্দেশনা

rafikul

হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে, এমন তথ্য নেই : পুলিশ

Osman Hadi

ওসমান হাদি হত্যা : নতুন যে তথ্য দিলেন ডিবি প্রধান

সাংবাদিককে হত্যার হুমকি

‎জমি ভরাটে বাধা, চাদা না দিলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

touhid hossain

বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার

বাড়িওয়ালা-ভাড়াটিয়া

বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্ব : যেসব ভুলে পড়তে পারেন বিপদে

ইসি

ভোটের দিন অপরাধ দমনে নতুন কৌশল নিচ্ছে ইসি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.