আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম তার নাম বোরজা ইয়াঙ্কি। মূলত হাসিভরা মুখের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় বোরজা। এক গাল হাসি নিয়ে বিভিন্ন মজার কথা বলেন বিভিন্ন ভিডিওতে। আর তাতেই মজা পাচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। বিশেষত অল্পবয়সী নেটিজেনদের মধ্যে এখন ফেসবুকে বেশ জনপ্রিয় বোরজা। আর সম্প্রতি এই অল্পবয়সী ইউটিউবার বাঙালিদের মধ্যে নতুন করে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছেন। তার কারণ, মজাদার বাচনভঙ্গিতে বাংলা বলছেন বোরজা! কখনো তাকে বলতে শোনা যাচ্ছে ফুচকার নাম। আবার কখনো তাকে মাহফুজুর রহমানের গভীর আবেগময়ী লাইনও বলতে দেখা যাচ্ছে হাসিমুখে মজাদার ভঙ্গিতে।
চলতি সপ্তাহে বোরজার এমনই একটি বাংলা বলার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। যাতে মাহফুজুর রহমানের একটি গান গাইতে দেখা গেছে তাকে। এখন পর্যন্ত প্রায় ৩৯ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটিতে। শেয়ারের সংখ্যা কয়েক হাজার পেরিয়েছে। তার সঙ্গে হাজার হাজার কমেন্ট যার বেশিরভাগই বাঙালিরাই করেছেন। অনেকেই বিভিন্ন প্রবাদবাক্য বলে শোনানোর জন্য অনুরোধের আসর বসিয়েছেন কমেন্ট সেকশনে।
অনেকের প্রশ্ন, কানাডাবাসী বোরজা বাংলা জানলেন কী করে? পরে অবশ্য জানা যায় তার পরিচিত এক প্রবাসী বাংলাদেশী যুবকই তাকে টুকটাক বাংলা শেখাচ্ছেন। আর তাতেই বেশ মজা পেয়েছেন বোরজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।