Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাংলা একাডেমির আদব-কায়দা না থাকলে কী করব, প্রশ্ন সলিমুল্লাহ খানের
    জাতীয়

    বাংলা একাডেমির আদব-কায়দা না থাকলে কী করব, প্রশ্ন সলিমুল্লাহ খানের

    Tomal NurullahFebruary 2, 20253 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে রাখা নিয়ে সমালোচনা করেছেন লেখক ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, ‘বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব নাকি? তাদের আদব-কায়দা যদি না থাকে আমরা কী করব?’

    তিনি বলেন, ‘লোকজন বলছে, আপনি পুরস্কার নিলেন কেন? আরে..পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে।’

    আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে ‘স্বাধীনতা সাম্য ও সম্প্রীতি: বাংলাদেশের কবিতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন লেখক ও প্রবীণ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

    গত শনিবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদানের পর পুরস্কৃতদের পেছনে রেখে প্রধান উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, বাংলা একাডেমির মহাপরিচালক চেয়ারে বসেছিলেন। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।

    অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে সলিমুল্লাহ খান বলেন, বাংলা একাডেমির পুরষ্কার প্রদানের অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছে। আমাকে জিজ্ঞেস করছে- ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পেছনে দাঁড়িয়ে ছিলেন কেন? আমি বলেছি, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব নাকি? তাদের আদব-কায়দা যদি না থাকে আমরা কী করব?

    তিনি বলেন, এখানেও দাসত্বের অবসান করতে হবে। দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে। সকলেই যদি আমরা সমান না হই তাহলে আমরা এক হব না।

    জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই উৎসবে আরও আলোচনা করেন মঞ্জুরুর রহমান, কুদরতে খোদা, সঞ্চালনা করেন সাংবাদিক সোহরাব হোসেন।

    সভাপ্রধানের বক্তব্যে আবুল কাসেম ফজলুল হক বলেন, বাংলা ভাষার সাহিত্য অনেক উন্নতমান সমৃদ্ধ। আমাদের কবিরা যদি বাংলা ভাষায় অসাধারণ কিছু লেখেন যেটা ক্লাসিকাল পর্যায়ের, কালজয়ী হয় তাহলে সেটা আমাদের ভাষার জন্য-জাতির জন্য সমৃদ্ধির হবে, অসাধারণ কৃতিত্বের হবে। রবীন্দ্রনাথও এই ভাষায় কবি হয়েছেন। মাইকেল মধুসূদনও এই ভাষায় কবি হয়েছেন।

    তিনি বলেন, কবিরা এমন বিষয় লক্ষ্য করেন, তাদের এমন অভিজ্ঞতা হয় যেটা মূল্যবান, যেটা চারপাশে অন্যরা অনুভব করেন না। কবিদের দেখার দৃষ্টি তেমনি ভিন্ন হয়। কবিরা তাদের সেই অভিজ্ঞতা, আবেগ, অনুভূতিকে অন্যের সঙ্গে ছড়িয়ে দিতে চান। এভাবে ভাষার মাধ্যমে যেটি প্রকাশ করেন সেটাই কবিতা।

    এর আগে সকাল ১০টায় ফ্যাসিবাদবিরোধী ও গণঅভ্যুত্থানের গানের মাধ্যমে দ্বিতীয় দিনের কবিতা পাঠ শুরু হয়। এ দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কবিতাপাঠের ৬ষ্ঠ পর্বে সভাপতিত্ব করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।

    আবু সাঈদ খান বলেন, মানুষের মধ্যে যেমন ভাগ আছে, বিভাজন আছে তেমনি কবিদের মধ্যেও বিভাজন আছে। কোনো কবি রাজপথে, কোনো কবি রাজসভায়। আবার বেশিরভাগই মধ্যপন্থার। মধ্যপন্থার হলে সুবিধা আছে, পক্ষ ত্যাগ করা যায়। কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি, রাজপ্রাসাদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে এদের সংখ্যাই বেশি। ফলে তরুণ কবি কিংবা যাদের কবিতায় তারুণ্য ছিল তারা এই ছাত্র-জনতার সংগ্রামে যুক্ত হয়েছেন, লড়াই করেছেন, নতুন করে স্বপ্ন দেখছেন।

    তিনি আরও বলেন, আমরা এমন দুর্ভাগা জাতি, এটি কখনও শান্ত হয় না। কারণ এখানে কখনও অত্যাচারিতের আর্তনাদ বন্ধ হয় না। আমরা শান্ত হতে পারি না। এখানে বারবার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়। স্বাধীনতার পরে আমরা শান্ত হতে চেয়েছি তবে দুই বছরের মাথায় রফিক আজাদকে বলতে হলো- ‘ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব’। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে বলতে হলো ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’।

    আবু সাঈদ খান বলেন, কবিরা জাতিকে পথ দেখান। অনেক বক্তৃতা করেও যেটা হয় না, একটি কবিতা, দুটো লাইন অথবা দুটো চরণে সেটি হতে পারে। ফলে জাতিকে পথ দেখাতে হলে কবিদেরও জাতির চেতনা ধারণ করতে হবে, লালন করতে হবে। জাতির চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় আদব-কায়দা একাডেমির করব, কী? খানের থাকলে না প্রশ্ন বাংলা সলিমুল্লাহ
    Related Posts
    Bangladeshi

    মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক

    August 6, 2025
    AC Land

    দায়িত্বে অবহেলা করলেই শাস্তি এসিল্যান্ডদের

    August 6, 2025
    Ali reaz

    দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না : আলী রীয়াজ

    August 6, 2025
    সর্বশেষ খবর
    samsung galaxy a17 5g

    Samsung Galaxy A17 5G Price Revealed: Budget Powerhouse Set to Launch Globally in October 2025

    Bangladeshi

    মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক

    ahaan panday aneet padda saiyaara movies

    Saiyaara Day 20 Box Office: Mohit Suri’s Blockbuster Nears ₹306 Cr Milestone in India

    ওয়েব সিরিজ

    ক্ষমতা কখনো আশীর্বাদ হয় না – রোমাঞ্চে ভরা গল্প নিয়ে সেরা ওয়েব সিরিজ

    বাস ভাড়া

    ৭টি বাস ভাড়া নেওয়া অনুমোদন পেল বেরোবি

    Optical illusion

    Optical illusion: ছবিটি জুম করে ফুলের বাগানে লুকিয়ে মুক্তার হার খুঁজে বের করুন

    kingdom movie box office collection

    Kingdom Day 6 Worldwide Box Office Collection: Vijay Deverakonda’s Spy Thriller Inches Toward ₹70 Crore Milestone Despite Domestic Dip

    ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেল এনআরবিসি ব্যাংক

    AC Land

    দায়িত্বে অবহেলা করলেই শাস্তি এসিল্যান্ডদের

    Boy

    এই অক্ষরের পুরুষরা বউকে রানির মতো রাখেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.