দেশের মেধা ও মননের প্রতীক বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভা গতকাল শনিবার একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত ও শোক প্রস্তাব পাঠের মাধ্যমে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অবহিত করেন সচিব সেলিম রেজা। মহাপরিচালক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সীমিত সাধ্যের মধ্যেই গ্রন্থাগারের ডিজিটাইজেশন, লেখক কর্নার প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত গুণগত পরিবর্তন আনার কাজ চলছে।
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর, ঘরে ফিরছে বাস্তুচ্যুতরা
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল একাডেমি পরিচালিত ৮টি সাহিত্য পুরস্কার ও ৭টি সম্মানসূচক ফেলোশিপ প্রদান। এ বছর একটি যৌথ পুরস্কারসহ মোট ৯ জন সাহিত্যিক ও গবেষক পুরস্কার লাভ করেন:
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার: আনিসুর রহমান (গল্পগ্রন্থ: সিসিফাস শ্রম) ও সুব্রত বড়ুয়া।
মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার: অধ্যাপক মনসুর মুসা।
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার: কবি সানাউল হক খান।
মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার: তারিক আনাম খান।
অন্যান্য বিজয়ীরা: খসরু চৌধুরী (বিজ্ঞান), হাফিজ রশিদ খান (ক্ষুদ্র জাতিগোষ্ঠী গবেষণা), শিবব্রত বর্মন (অনুবাদ) এবং সফিক ইসলাম।
এছাড়া সাংবাদিকতায় লিপ গাইন, অর্থনীতিতে মাহবুব উল্লাহ এবং বিজ্ঞানে বিজন কুমার শীলসহ মোট ৭ বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করা হয়।
প্রতিষ্ঠার সাত দশক পূর্ণ করা এই প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব করার আহ্বান জানান সভাপতি আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, একাডেমি আমাদের বুদ্ধিবৃত্তিক চাঞ্চল্যকে ধারণ করে ভবিষ্যতের স্বদেশকল্পনা নির্মাণ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



