নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা রঙিন আয়োজন। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উৎসব ঘিরে ছিল উপচে পড়া ভিড়, আনন্দ-উল্লাস আর বাঙালিয়ানার চিরায়ত ছোঁয়া।
দিনের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা হয়। এরপর আনন্দঘন পরিবেশে বের হয় বর্ষবরণ শোভাযাত্রা, যা উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর ভবন পর্যন্ত প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় লোকজ মেলা, যেখানে প্রদর্শিত হয় দেশীয় হস্তশিল্প, খেলনা, মাটির তৈজসপত্রসহ গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ। শিশু-কিশোরদের জন্য ছিল “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
সকালে কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান জমে ওঠে। পরিবেশিত হয় লোকগান, নৃত্য, গান ও কবিতা আবৃত্তি। পুরো আয়োজনজুড়ে ছিল পারিবারিক পরিবেশ, গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া ও ঐতিহ্যের সম্মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিএনপি নেতা মো. সোলাইমান আলম ও মোহাম্মদ হোসেন আরমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
এমন আয়োজন নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “নববর্ষ মানেই আমাদের প্রাণের উৎসব। এ ধরনের আয়োজনে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায়।”
এদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ছাড়াও স্থানীয় যুব সমাজের আয়োজনে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
১৪ ঘণ্টা পর উদ্ধার হলো লাইনচ্যুত ৪ বগি, ট্রেন চলাচল স্বাভাবিক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।