বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম, ইতিহাস গড়তে চলেছে জিতের এই সিনেমা
বিনোদন ডেস্ক : বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে কেবল ধামাকাদার অ্যাকশনধর্মী ছবির রমরমা চলছে। দক্ষিণের সিনেমার সুপার ধামাকা ছবির কাছে হালে পানি পাচ্ছে না অন্যরা। দর্শকদের রুচি বুঝে বলিউড এখন সেই পথেই এগোচ্ছে। পিছিয়ে নেই বাংলাও। আর টলিউডে (Tollywood) শুধুমাত্র দর্শকদের কথা ভেবে একনাগাড়ে যিনি পরপর অ্যাকশন ছবি বানিয়ে চলেছেন তিনি হলেন জিৎ (Jeet)।
জিত টলিউডের একমাত্র সুপারস্টার যিনি নিজেকে কেবল অ্যাকশনধর্মী ছবির মধ্যেই বেঁধে রেখেছেন এখনও। আসলে তিনি সবসময় তার ভক্তদের কথা ভাবেন। তিনি জানেন তার ভক্তরা তাকে কেবল অ্যাকশন করতেই দেখতে চান। আর সেই ভাবনা থেকে এবার তিনি আনতে চলেছেন চেঙ্গিজ (Chengiz), এবারের ঈদে মুক্তি পাবে তার এই ছবিটি।
জিতের এই নতুন ছবি চেঙ্গিজ কিন্তু হতে পারে টলিউডের গেম চেঞ্জার। কারণ মুক্তির দিনই কার্যত ইতিহাস গড়তে চলেছে এই ছবি। এই প্রথমবার কোনও বাংলা সিনেমা আলাদা আলাদা ভাষাতে ডাবিং হয়ে প্যান ইন্ডিয়া মুক্তি পেতে চলেছে। যেমনটা হয়েছিল কেজিএফ, পুষ্পার ক্ষেত্রে।
সম্প্রতি জানা গিয়েছে যে এএ ফিল্মসের হাত ধরে জিতের এই বাংলা ছবিটির ডাবিং হবে যাতে সেটি সারা দেশে মুক্তি পেতে পারে। এই সংস্থাই এর আগে কেজিএফ, বাহুবলি, পুষ্পার মত ছবির ডাবিং করেছিল। এই সংস্থা আজ পর্যন্ত যে কটি ছবির ডাব করেছে সবকটি মুক্তি পাওয়ার পর ব্লকবাস্টার হয়েছে। চেঙ্গিসের ক্ষেত্রে কী হয় সেটাই এখন দেখার।
এরই মধ্যে মুক্তি পেয়েছে চেঙ্গিস ছবির টিজার। টিজার থেকে কিন্তু জিতের একটি সংলাপ বেশ ভাইরাল হয়েছে। “চেঙ্গিসের আজকাল হয় না, চেঙ্গিসের যুগ হয়, এরা”। টিজার থেকে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, এই ছবি মুক্তি পেলে যে বক্স অফিসে ভাল ব্যবসা করবে তা আন্দাজ করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।