আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি অ্যান্টিক রুপার ট্রেন উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে একটি পশমিনা শাল উপহার দিয়েছেন তিনি। ডেলওয়ারের উইলমিংটনে গত শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের জোট কোয়াডের শীর্ষ সম্মেলন হয়। এই সম্মেলনে যোগ দিয়েছেন মোদি।
বাইডেনকে উপহার দেওয়া রুপার ট্রেনের ওই মডেলটি তৈরি করেছেন ভারতের মহারাষ্ট্রের শিল্পীরা। এতে রুপার পরিমাণ ৯২.৫ শতাংশ বলে জানা গেছে। অন্যদিকে জম্মু-কাশ্মীরের পশমিনা শালের ভুবনজোড়া খ্যাতি রয়েছে। এই শাল জিল বাইডেনকে উপহার দিয়েছেন মোদি।
পশমিনা শালকে যে বাক্সে রাখা হয়, সেগুলোর কারুকার্যও দেখার মতো। ঐতিহ্যগতভাবে ওই শালগুলোকে বাক্সবন্দি করেন কাশ্মীরি শিল্পীরাই। কাগজ ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হয় এই বাক্স। সেগুলোর গায়ে নকশা কেটে দেন শিল্পীরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।