জুমবাংলা ডেস্ক : রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তিনটি ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে তিনটি ট্রাকের চালক ও চালকের সহকারীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত দুই চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, খড়খড়ি বাইপাসের মারকাজ পেট্রোল পাম্পের পাশে সোনামসজিদ থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক নষ্ট হওয়ায় রাতে সড়কের ওপর দাঁড়িয়ে ছিলো। রাত ১২টার দিকে সেই ট্রাকটিকে আরও একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা পাথরবোঝাই ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের খালে পড়ে যায়।
ঘটনাস্থলে সকাল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আবারও আলুবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে আলুবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি ট্রাকই সড়ক থেকে সরানোর চেষ্টা করছিল। তবে কুয়াশা না থাকার পরও কি ভাবে এই তিনটি ট্রাক পর পর পেছন থেকে ধাক্কা দিলো তা বুঝে উঠতে পারছে না এলাকাবাসী।
পবা থানা পুলিশের একটি দল সকাল থেকে সেখানে কাজ করছিল। এই দলের এএসআই জাকির হোসেন জানান, ঘটনা তদন্তে কাজ করছেন তারা। শিগগিরই প্রকৃত ঘটনা জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।