জুমবাংলা ডেস্ক : রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে বাইরের রোগী। গত এক সপ্তাহেই রোগী বেড়েছে ৪৩ শতাংশ। এ অবস্থায় রোগী সামাল দিতে রাজধানীতে ৫টি ফিল্ড হাসপাতাল করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।
কয়েকদিন ধরেই জ্বর-কাশিসহ কোভিডের নানা উপসর্গে ভুগছেন ৭০ বছর বয়সী খালেদুর রহমান। কমে গেছে অক্সিজেনের মাত্রাও। তাই শেরপুর থেকে নিয়ে আসা হয়েছে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
৩০০ শয্যার হাসপাতালটিতে এখন ভর্তি রোগী সাড়ে তিনশো ছুঁই ছুঁই। তাই কেউ কেউ ছুটছেন অন্য হাসপাতালে।
গত এক সপ্তাহেই রাজধানীর কোভিড বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগী বেড়েছে ৪৩ শতাংশ। ১৬ সরকারি হাসপাতালের ১১টির সবকটি আইসিইউ রোগীতে পূর্ণ। পরিস্থিতি সামাল দিতে এবার সরকারি উদ্যোগেই রাজধানীতে হচ্ছে ফিল্ড হাসপাতাল। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারকে রূপ দেওয়া হচ্ছে ৪০০ আইসিইউসহ ১২০০ শয্যার হাসপাতালে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত পারা যায়, এই হাসপাতালটিকে চালু করা যায়। আমরা প্রায় ৪০০ শয্যার করোনা আইসিইউ এখানে স্থাপন করতে চাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।