Advertisement
জুমবাংলা ডেস্ক : বাউফলে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাতে ওই গৃহবধূর মামা শ্বশুর হারুন হাওলাদারের (৫৫) বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে।
মামলার বরাত দিয়ে বাউফল থানার ওসি আল মামুন জানান, হারুন প্রায়ই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতো। রবিবার দুপুরে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে হারুন তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন জড়ো হলে হারুন পালিয়ে যান।
তিনি আরও জানান, ওই গৃহবধূকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।