বিনোদন ডেস্ক: বাংলাদেশের বরেণ্য অভিনেতা, আবৃত্তিকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূরের ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৬ সালের এই দিনে নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
আসাদুজ্জামান নূরের অভিনয় জীবনের শুরু হয় ১৯৭২ সালে ‘নাগরিক’ নাট্যদলের মাধ্যমে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন টেলিভিশন ও সিনেমায়ও। ‘নাগরিক’ নাট্যদলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন ‘তৈলো সংকট’ নাটকে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘রঙ্গের ফানুষ’ নাটকে।
তবে এত সব নাটক আর সিনেমার ভিড়ে আসাদুজ্জামান নূর আজও কালজয়ী সেই ‘বাকের ভাই’ হিসেবে বেঁচে আছেন দর্শক হৃদয়ে। সেই বাকের ভাই, যার জন্য ২৭ বছর আগে ঢাকার রাজপথে ফাঁসি না দিতে মিছিল হয়েছিল।
এখনো দর্শক তার মাঝে বাকের ভাইকেই খুঁজে বেড়ায়। তার অভিনয় জীবনের সবচেয়ে আলোচিত চরিত্র হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকের বাকের ভাই। বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি। তিন দশক পরেও এই নাটকের কথা দর্শক ভোলেনি, এখনো দর্শক নিজে থেকে আগ্রহ নিয়ে ইউটিউবে এই নাটক দেখেন।
‘কোথাও কেউ নেই’ নাটকে আসাদুজ্জামান নূর অভিনয় করেছিলেন বাকের ভাই চরিত্রে আর জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছিলেন মুনা চরিত্রে। দুটি চরিত্র দর্শকের মনে এতটাই গেঁথে গিয়েছে যে এখনো দর্শক তাদের ভোলেনি। দর্শক এখনো এই জুটিকে নাটকে দেখার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিয়ত। আবার রাজনৈতিক জীবনেও সফল দুজন। আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীও হয়েছিলেন। বর্তমানে তিনি সংসদ সদস্য। অন্যদিকে সুবর্ণা মুস্তাফাও সংসদ সদস্য।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, নূর ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি তিনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। সংস্কৃতি অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ আরও বাড়ুক এবং মাঝে মাঝে ভালো গল্পের নাটকে অভিনয় করলেও ভালো হয়।
জন্মদিন প্রসঙ্গে আসাদুজ্জামান নূর গণমাধ্যমকে জানান, আমি আমার জন্মদিনকে ঘিরে কোনো আয়োজনে অংশগ্রহণ করিনা। আমার ৫০তম, ৬০তম এবং ৭৫ বছরেও যখন পা রেখেছিলাম তখন আমার নাট্যদলকে কোনো বিশেষ আয়োজন করতে নিষেধ করেছিলাম। ছোটবেলাতেও আমার জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হতো না। বাড়িতে হয়তো সেদিন মা একটু বেশি রান্না করতেন। আর তেমন বিশেষ কিছু নয়। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ’ থাকি ভালো থাকি। আপনারাও সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।