দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মন্দানা। ইতিমধ্যে বাগদান পর্ব সম্পন্ন করেছেন এ জুটি।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় শুক্রবার (৩ অক্টোবর) রাশমিকা ও বিজয়ের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়লে শনিবার (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম হিন্দুস্থান টাইমস-কে খবরটি নিশ্চিত করে।
রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সাল থেকে। তারা প্রথম একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয় করেন। পরিচয় পর্ব থেকেই ভালো লাগা শুরু। ভালো লাগা আরও গভীর হয় ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।
২০২৪-এ জুটি স্পষ্ট জানান যে, তারা ব্যক্তিজীবনে ‘সিঙ্গেল’ নন। তবে তাদের সঙ্গী কে, সে বিষয়ে বরাবরই চুপ ছিলেন। এবার নীরবতা ভেঙে বাগদানের খবর প্রকাশ্যে আনলেন তারা।
অভিনেতা বিজয়ের টিম সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর শুরুতেই সাত পাঁকে বাঁধা পড়ছেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।