ভক্তদের কাছে দারুণ আকর্ষণীয় এই জুটি ‘পাওয়ার কাপল’ হিসেবে সমাদৃত। বাগদানের খবরে আলোচনার তুঙ্গে থাকা জেন্ডায়া-টম হল্যান্ড জুটিকে দেখে নিন ছবির গল্পে। বছরের শুরুতেই মারভেলের স্পাইডারম্যান সিরিজের অভিনয় জুটি জেন্ডায়া টম হল্যান্ডের বাগদানের খবরে সয়লাব নেটদুনিয়া। ২০১৬ সালে ‘স্পাইডারম্যান হোম কামিং’ পর্বের মাধ্যমে বড় পর্দায় আবির্ভাব। এরপর চার বছর গোপনে প্রেম করবার পর একটি অনুষ্ঠানে একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন।
তখনই দুজনের মধ্যকার সম্পর্ক প্রকাশ্যে চলে আসে নেটিজেনদের কাছে। পরে ২০২১ সালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি অফিশিয়ালি স্বীকার করেন তারা। এরপর থেকে প্রকাশ্যেই একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন এই জুটি। ভক্তদের কাছে দারুণ আকর্ষণীয় ও মিষ্টি এই জুটি ‘পাওয়ার কাপল’ হিসেবে সমাদৃত।
এই বড়দিন ও নতুন বছরের মাঝামাঝি ভ্যাকেশনের সময় এই জুটি জেন্ডায়ার বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন। জেন্ডায়া গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘চ্যালেঞ্জার্স’- এ অভিনয়ের জন্য মনোনয়ন পান । এদিন সন্ধ্যায় বার্ন্ট অরেঞ্জ রঙের লুই ভিতোঁ ব্রান্ডের গাউন পরেছিলেন তিনি, সঙ্গে হিরার জুয়েলারি৷ তবে এসব ছাপিয়ে অনুরাগীদের চোখে পড়েছে জেন্ডায়ার বাম হাতের অনামিকার জ্বলজ্বলে হিরার আংটি।
৪৮ ক্যারেটের এই আংটির দাম দুই লাখ মার্কিন ডলার, যা দুই কোটি ৪২ লাখ টাকার সমান। আর বাগদানের খবরে এখন ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। প্রিয় এই কাপলকে টমডায়া বলে ডাকেন অনুরাগীরা। গোল্ডেন গ্লোবের আসরে এবার বার্ন্ট অরেঞ্জ লুই ভিতোঁ গাউনে ড্রেপড সুইটহার্ট নেকলাইনে অফ দ্য শোল্ডার ডিজাইন। মনোক্রোম এই গাউনের সঙ্গে জেন্ডায়া পরেছেন ডায়মন্ড নেকপিস আর ম্যাচিং হিলস। আর হাতে সেই বাগদানের আংটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।